ইইউ ডিজিটাল কোভিড সার্টিফিকেট চূড়ান্ত অনুমোদন

ইইউ ডিজিটাল কোভিড সার্টিফিকেট চূড়ান্ত অনুমোদন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মূল তিনটি প্রতিষ্ঠানের রাষ্ট্রপতিরা ইইউ ডিজিটাল কোভিড সার্টিফিকেট প্রস্তাবনার চূড়ান্ত অনুমোদনে স্বাক্ষর করেছেন। যা ইইউ সদস্য রাষ্ট্রগুলোর জন্য আগামী ১ জুলাই থেকে বাধ্যতামূলকভাবে পরবর্তী এক বছরের জন্য কার্যকর থাকবে।

ইইউ প্রেসিডেন্সি কাউন্সিলের রাষ্ট্রপতি আন্তোনিও কস্তা, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন এবং ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সাসোলি সোমবার (১৪ জুন) ইইউর কেন্দ্রীয় কার্যালয়ে এ স্বাক্ষর করেন।

করোনা মহামারির প্রেক্ষাপটে ইইউর সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত অবাধ চলাচলের জন্য ইউরোপীয় ইউনিয়নে সদস্য রাষ্ট্রগুলোর করোনা মহামারিতে ভ্রমণের একক নিয়মের একটি পরিকল্পনা গ্রহণের মাত্র ৬২ দিনের মাথায় সব সদস্য রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সব প্রতিষ্ঠান এ বিষয়ে সম্মত হয়। যা ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে সবচেয়ে দ্রুততম কার্যকর হওয়া একটি সিদ্ধান্ত।

চূড়ান্ত অনুমোদনের পর ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন তার টুইটার বার্তায় জানান, আমাদের সাফল্যমণ্ডিত কোভিড ভ্যাকসিন কার্যক্রম এবং নতুন ইইউ সার্টিফিকেট গ্রীষ্মের সামনের দিনগুলোতে নিরাপদ ভ্রমণকে এগিয়ে নেবে এবং একটি উন্মুক্ত ইউরোপের চেতনা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

বক্তব্যে তিনি উষ্ণ অনুভূতি প্রকাশ করেন। কারণ ৩৬ বছর আগে এই দিনে তৎকালীন ইইউর পাঁচটি দেশের মধ্যে অবাধ চলাচলের সেনজেন অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। তিন যুগ পর আজ সেই দিনে মহামারির কারণে সদস্য দেশগুলোর মধ্যে অবাধ চলাচলের বাধাগ্রস্ত সমস্যা সমাধানে ইইউ ডিজিটাল কোভিড সার্টিফিকেট চূড়ান্ত অনুমোদনের ফলে আগের সেই স্বাক্ষরিত উন্মুক্ত ইউরোপের অধিকারটি আবারো রক্ষা করা হলো।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা