২৫ জুন হলে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএল.বি’

২৫ জুন হলে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএল.বি’
গত বছরের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএল.বি’। এরপর সিনেমাটির সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে পুলিশের মামলায় গ্রেফতার হন সিনেমাটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। ১৮ দিন কারাবাসের পর তারা জামিনে মুক্তি পেলে হলে মুক্তি পায়নি সিনেমাটি।

অবশেষে প্রায় দশ মিনিটের দৃশ্য ফেলে দিয়ে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে সিনেমাটি। মঙ্গলবার (১৫ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, ‘প্রায় ১০ মিনিট কেটে ফেলা হয়েছে সিনেমাটি থেকে। এরপর সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছেন। সব মিলিয়ে এখন বেশ স্বস্তি পাচ্ছি। ২৫ জুন সিনেমাটি হলে মুক্তি দেওয়া হবে। যারা এতদিন দেখতে পারেননি তারা দেখতে পারবেন।’

জানা গেছে, তালাবদ্ধ বেশকিছু হলও এই সিনেমা দিয়ে নতুন করে আবার খুলতে যাচ্ছে।

‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা প্রমুখ। যৌথ সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজ।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে