২৫ জুন হলে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএল.বি’

২৫ জুন হলে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএল.বি’
গত বছরের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএল.বি’। এরপর সিনেমাটির সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে পুলিশের মামলায় গ্রেফতার হন সিনেমাটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। ১৮ দিন কারাবাসের পর তারা জামিনে মুক্তি পেলে হলে মুক্তি পায়নি সিনেমাটি।

অবশেষে প্রায় দশ মিনিটের দৃশ্য ফেলে দিয়ে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে সিনেমাটি। মঙ্গলবার (১৫ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, ‘প্রায় ১০ মিনিট কেটে ফেলা হয়েছে সিনেমাটি থেকে। এরপর সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছেন। সব মিলিয়ে এখন বেশ স্বস্তি পাচ্ছি। ২৫ জুন সিনেমাটি হলে মুক্তি দেওয়া হবে। যারা এতদিন দেখতে পারেননি তারা দেখতে পারবেন।’

জানা গেছে, তালাবদ্ধ বেশকিছু হলও এই সিনেমা দিয়ে নতুন করে আবার খুলতে যাচ্ছে।

‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা প্রমুখ। যৌথ সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজ।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার