ওয়েবিনারে সার্কভুক্ত দেশগুলো সংকটকালীন সময়ে তাদের নিজ নিজ দেশের অভিজ্ঞতা বিনিময় করবেন।
মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা পরবর্তী সঙ্কট উত্তরণে নীতিগত পদক্ষেপ এবং চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ে বিস্তর আলোচনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) আশীষ কুমার দাশগুপ্ত এতে সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক ড. মৃদুল কুমার সাগর।