গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর কমেছে ৯ দশমিক ৫৫ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে যা গড়ে প্রতিদিন ৫২ লাখ ২ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাকসন্স স্পিনিং লিমিটেড । গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮ দশমিক ৯৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯১ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ লাখ ৭৫ হাজার টাকা।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৮ দশমিক ৮২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৬ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ লাখ ৫৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস, দুলামিয়া কটন, এম.আই সিমেন্ট ফ্যাক্টরি, জনতা ইন্স্যুরেন্স ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।