ডিএসই সূত্র মতে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন,২০২০ এর ৪ ধারার ২ উপধারা অনুযায়ী এই প্যানেল গঠন করা হয়েছে। অডিট ফার্মগুলোর কাছ থেকে আর্থিক প্রতিবেদন তৈরি করে প্রতি মাসে এবং বছর শেষে ডিএসইতে জমা দিবে। এই প্রতিবেদন ডিএসই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিবে।
জানা যায়, অডিট ফার্মের অংশীদার, জনবল, কর্মদক্ষতা, বিদেশি কোনো অডিট ফার্মের সঙ্গে অংশীদারী চুক্তিসহ আরও কিছু যোগ্যতার মাপকাঠিতে এ তালিকা করা হয়েছে। ডিএসইর নির্ধারিত এ প্যানেলের বাইরে অন্য কোনো অডিট ফার্ম দিয়ে করানো নিরীক্ষা প্রতিবেদন গ্রহণ করবে না ডিএসই। সময়ে সময়ে এ প্যানেল সংশোধন করে ডিএসইসি।
৬১টি অডিট ফার্ম হলো- অ্যা হক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, অ্যা মাটিন অ্যান্ড কোং, অ্যা কাসেম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, অ্যা ওয়াহাব অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টস, আহমেদ জাকির অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, আহসান কামাল সাদেক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, আহসান মানজুর অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, আনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, আনিসুর রহমান অ্যান্ড কোং, আর্টিসেন চার্টার্ড অ্যাকাউন্টস, আশরাফ উদ্দিন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, আতিক খালেদ চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টস, আজিজ হালিম খায়ের চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টস, বাসু বেনার্জি নার্থ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, চৌধুরী ভট্টাচার্য অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, দাস চৌধুরী দত্ত অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, ফেমিস অ্যান্ড আর চার্টার্ড অ্যাকাউন্টস, জি কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, হক শাহ আলম মানসুর অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, হক বাসি চৌধুরী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, হক ভট্টাচার্য দাস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, হুদা হোসাইন অ্যান্ড কোং, হোসাইন ফরহাদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, ইসলাম আফটাব কামরুল অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, ইসলাম কোয়াজি শফিক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, কে এম আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, কে এম হাসান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, কাজি জাহির খান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, খান ওয়াহহাব শফিক রহমান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এম এ ফাজেল অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এম আই চৌধুরী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এম জেড ইসলাম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এম জে আবেদিন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এম এম রহমান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এমএবিএস অ্যান্ড জে পাটনার্স চার্টার্ড অ্যাকাউন্টস।
মাফেল হক কোং চার্টার্ড অ্যাকাউন্টস,ম্যাক কোং চার্টার্ড অ্যাকাউন্টস,মালেক সিদ্দিক ওয়ালি চার্টার্ড অ্যাকাউন্টস,মাসি মুহিত হক কোং চার্টার্ড অ্যাকাউন্টস, মোহাম্মদ আতা করিম কোং, মোল্লা কাদের ইউসুফ কোং চার্টার্ড অ্যাকাউন্টস,মোহাম্মদ শহিদুল্লাহ কোং চার্টার্ড অ্যাকাউন্টস,নুরুল ফারুক হাসান কোং চার্টার্ড অ্যাকাউন্টস,অক্টো খান চার্টার্ড অ্যাকাউন্টস,পিনাকী কোং চার্টার্ড অ্যাকাউন্টস,রহমান মোস্তাফিজ আলম কোং চার্টার্ড অ্যাকাউন্টস,রহমান মোস্তাফিজ হক কোং, রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্টস, এসআর ইসলাম কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এস.এফ আহমেদ কোং চার্টার্ড অ্যাকাউন্টস, এস.কে বড়ুয়া কোং চার্টার্ড অ্যাকাউন্টস,শফিক বশাক কোং চার্টার্ড অ্যাকাউন্টস,শফিক মিজান রহমান অ্যান্ড অগস্টিন, শাহ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, সিরাজ খান বশাক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, স্নেহাশিস মোহাম্মদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস, তোহা খান জামান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস এবং জোহা জামান কবির রাশেদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টস।