সোমবার (২৮ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে সকালে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ৭ দিন সারাদেশ সাধারণ ছুটি থাকবে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘ছুটি থাকবে কেন? নিষেধাজ্ঞা।’
৭ দিনের পর এই নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে বিবেচনায় রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘আমাদের যেটা অভিজ্ঞতা, সেটা হলো, চাঁপাইনবাবগঞ্জ স্ট্রিকলি ব্লক করে দেওয়ায় সংক্রমণ অনেক কমে গেছে। সাতক্ষীরায় ইমপ্রুভ করেছে। যেখানে-সেখানে আমরা মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দিয়েছি, সেখানে ইমপ্রুভ করেছে। সরকার যদি মনে করে আরও সাতদিন যেতে হবে, সেটাও বিবেচনায় আছে।'’
পোশাক কারখানা ও রফতানিমুখী শিল্পকারখানা খোলা থাকবে কি না সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো নিয়ে কালকে আমরা বিস্তারিত অর্ডার করে দেব।’
সেনাবাহিনী মাঠে থাকবে কি না জানতে চাইলে বলেন, সব থাকবে। আর্মি, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ তারা সবাই টহলে থাকবে। তাদেরকে যতটুকু সম্ভব যা দরকার, সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে অথরিটি দেয়া হয়েছে। বলা হয়েছে যাতে কোনোভাবেই মানুষ মেসিভভাবে বের হতে না পারে। কেউ কথা না শুনলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলা আছে।
এবার কোন মুভমেন্ট পাস থাকছে কি না জানতে চাইলে বলেন, থাকবে না। এবার কোন মুভমেন্ট পাস থাকবে না। কেউ বের হতে পারবে না। সাতদিন সবাই ঘরে থাকবে।
তিনি বলেন, বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাইকে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া বা বিদ্যুৎ, পানি এসব জরুরি সেবা সেগুলো চলবে। রিকশা চলবে কিনা সে বিষয়ে পরিষ্কার কিছু না বললেও তিনি বলেন, কেউ বের হতে পারবে না।