সূত্র মতে, রোববার লেনদেন শেষে সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৭ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১৭ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯ দশমিক ৭৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯ দশমিক ৬৮ শতাংশ, এটলাস বাংলাদেশের ৯ দশমিক ৫৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯ দশমিক ১৬ শতাংশ, ন্যাশনাল টি’র ৮ দশমিক ৬৫ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ৮ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।