দেশটির কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারত শিগগিরই আবারো টুরিস্ট ভিসা ইস্যু শুরু করবে।
এমন খবর দিয়ে দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, ৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত। তবে একজন টুরিস্ট একবারই এই সুবিধা নিতে পারবেন। করোনায় প্রভাব মোকাবিলায় ঘুরে দাঁড়াতে এমন বড়সড় সুখবর দিলেন দেশটির অর্থমন্ত্রী।
সোমবার ভারতের অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনও ভিসার ফি দিতে হবে না।’
এ সুবিধা জারি থাকবে আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, তার মধ্যেই ৫ লাখ ভিসার প্রদান করা হলে, সেই পর্যন্তই কেন্দ্রের এই অফার কার্যকর হবে।