সোমবার (২৮ জুন) টেলিভিশনে দেওয়া এক ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন প্যাকেজটির কথা ঘোষণা করেন। তিনি বলেন, পেমুলিহ নামে ত্রাণ প্যাকেজটির মাধ্যমে সরাসরি ১০ বিলিয়ন রিঙ্গিত আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ ঘোষণার মাত্র একদিন আগেই প্রধানমন্ত্রী নিশ্চিত করেন কোভিড -১৯ সংক্রমণ সংখ্যা চার হাজারের নিচে নেমে না আসা পর্যন্ত লকডাউন চলবে। ২৮ জুন লকডাউন শেষ হওয়ার কথা ছিল।
এর আগে, লকডাউন শুরুর আগে ১ জুন মুহিউদ্দিন ইয়াসিন ৪০ বিলিয়ন রিঙ্গিতের পারমারকাসা প্যাকেজ ঘোষণা দেন। এ প্যাকেজের মাধ্যমে সরাসরি পাঁচ বিলিয়ন রিঙ্গিত সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল। সেসময় বিভিন্ন মহল জানিয়েছিল, প্যাকেজটি প্রয়োজনের তুলনায় আকারে ছোট।