‘ব্যাংক অ্যাকাউন্ট আমার ও আমার পরিবারের মৌলিক অধিকার’

‘ব্যাংক অ্যাকাউন্ট আমার ও আমার পরিবারের মৌলিক অধিকার’
ব্যাংক অ্যাকাউন্ট অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (২৯ জুন) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

সাঈদ খোকন বলেন, ব্যাংক অ্যাকাউন্ট আমার ও আমার পরিবারের মৌলিক অধিকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র তাপসের প্ররোচনায় আমার ও আমার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (স্থগিত) করা হয়েছে। তিনি বলেন, 'এমনকি আমার বৃদ্ধ মায়ের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। তিনি লাঞ্ছিত হবেন- এটা ঢাকাবাসী মেনে নেবে না। আমি যদি ইচ্ছা করতাম। এই শহরের একজন বড় ধনী হতে পারতাম।' তিনি ঢাকাবাসীর কাছে প্রশ্ন রাখেন, আওয়ামী লীগের জন্য, আমার নেত্রীর জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম করেছি, জেল জুলুম অত্যাচার সহ্য করেছি এই অবস্থা দেখবার জন্য?

এর আগে গত সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজের (স্থগিত) নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে তাঁর স্ত্রী ফারহানা আলম, বোন শাহানা হানিফ ও মা ফাতেমা হানিফের ব্যাংক হিসাবও স্থগিতের নির্দেশ দেন আদালত। দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু