কিন্তু ব্যবসা-বাণিজ্যের লেনদেন চালু রাখার জন্য সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার হবে। তাই বীমা অফিস চালু রাখার বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) ও মুখপাত্র এস এম শাকিল আখতার।
তিনি জানান, ব্যবসা-বাণিজ্যের লেনদেন চালু রাখার জন্য সরকার ব্যাংক চালু রাখবে। ব্যাংকের আমদানি-রপ্তানিতে এলসি খোলার সঙ্গে বীমার বিষয়টি জড়িত। তাই আমাদেরও সীমিত পরিসরে অফিস খোলা রাখতে হবে। বীমা অফিস কিভাবে এবং কত ঘণ্টা খোলা রাখা হবে সে বিষয়ে কর্তৃপক্ষের সদস্যগণ মিটিং এর মাধ্যমে আগামী রোববার সিদ্ধান্ত নিয়ে জানাতে পারবে।