ওয়েবসাইট সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ, পাকিস্তান কিংবা শ্রীলংকার সঙ্গে গত ১৪ দিনে যোগাযোগ ছিল, এমন কোনো যাত্রী কোনো দেশ থেকেই আরব আমিরাতে যেতে পারবেন না।
আরব আমিরাতের নাগরিক, আরব আমিরাতের গোল্ডেন ভিসাধারী এবং দূতাবাসকর্মী- যারা কোভিড-১৯ প্রটোকল থেকে ছাড়া পেয়েছেন, তাদের ভ্রমণে অবশ্য নিষেধাজ্ঞা নেই।
বাংলাদেশে এমিরেটসের ফ্লাইট অপারেশন ৭ জুলাই থেকে পুনরায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এ দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে স্থগিতের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশি যাত্রীদের প্রবেশে আরব আমিরাত সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করায় গত কয়েক মাস ধরেই বাংলাদেশ থেকে এমিরেটসের ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে।
অবশ্য, আরব আমিরাত থেকে যাত্রী নিয়ে আসার কাজে একমুখী ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস এয়ারলাইনস।