লুয়িবেকের প্রধান প্রসিকিউটর উলা হিংস্ট জানান, যাত্রী বোঝাই বাসটি শুক্রবার লুয়িবেক নগরীর নিকটবর্তী জনপ্রিয় সমুদ্র সৈকত ত্রাভেমুয়েন্দি অভিমুখে যাওয়ার সময় এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আক্রমণ করে।
স্কলেসউয়িগ-হোলস্টিন রাজ্যের আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স-জোয়াচিম গ্রোত বার্তা সংস্থা ডিপিএ’কে বলেন, ওই বাসে হামলায় নয়জন আহত হয়। এ সময় বাসের চালককেও ছুরিকাঘাত করা হয়।
তিনি আরও বলেন, এতে সৌভাগ্যক্রমে কেউ নিহত হয়নি।
তবে এ হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।
এ সময় যাত্রীদের পালানোর সুযোগ করে দিতে বাস চালক তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে দেয়।
খবরে বলা হয়, এ ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং হামলাকারীকে গ্রেফতার করে।
প্রসিকিউটর হিংস্ট বহুল প্রচারিত দৈনিক বিআইএলডি’কে বলেন, সন্দেহভাজন এ হামলাকারী ইরান বশোদ্ভূত জার্মান নাগরিক। তার বয়স ৩৪ বছর।
তিনি বলেন, এ হামলার সঙ্গে উগ্রবাদের কোন ধরনের যোগসূত্রের ইঙ্গিত আমরা পাইনি।
তিনি আরও জানান, হামলাকারী এ ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত কোন কথা বলেনি।
শনিবার (২১ জুলাই) তাকে আদালতে নেয়ার কথা রয়েছে।