মঙ্গলাবার (৬জুলাই) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে। মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে, করোনা আক্রান্তদের সেবা নিশ্চিতে ১ হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তির মাধ্যমে পদায়ন করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ৪ ও ৫ জুলাইয়ের কয়েকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়েছে।