সূত্র মতে, বুধবার লেনদেন শেষে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ১১ দশমিক ৩৪ শতাংশ কমেছে।
ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের ৬ দশমিক ৮২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬ দশমিক ১৭ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৬ দশমিক ১২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪ দশমিক ০৫ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৯৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৫৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৪১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৩৮ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ৩ দশমিক ৩৩ শতাংশ কমেছে।