দয়া করে কেউ বাইরে বের হবেন না: আইজিপি

দয়া করে কেউ বাইরে বের হবেন না: আইজিপি
‘আগামী সাত দিন দয়া করে আপনারা কেউ বাইরে বের হবেন না। সবাই যদি জরুরি কাজের অজুহাতে বাইরে বের হতে চান, আমাদের সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।’

বৃহস্পতিবার (৮ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে লকডাউনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মধ্যে খাবার ও ৫০০ টাকা সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ।

পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। এই শহরে কয়েক কোটি লোকের বাস। এর বাইরেও ঢাকার বাইরের আশপাশের এলাকা থেকে কাজের জন্য অনেকেই ঢাকায় আসেন। এই শহরে বৈশ্বিক ধনী লোক থেকে শুরু করে বস্তিবাসীরাও বাস করে। সবাই মিলেই আমরা করোনা অতিমারির দুর্যোগ মোকাবিলা করছি।’

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানলে এবং মাস্ক ব্যবহার না করলে কেউ এসে আপনাকে করোনা থেকে বাঁচানোর চেষ্টা করবে না। সারা পৃথিবী এখন একটি দুর্যোগ অতিক্রম করছে। উন্নত দেশের যে অবস্থা, দরিদ্র দেশেরও একই অবস্থা ৷ তাই আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই।’

ডিএমপির কমিশনার বলেন, ‘কাজের জন্য যেন সবকিছু খুলে দেওয়া যায়, সে জন্য প্রথমে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এই রোগ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে হলে বাইরে বের হলে মাস্ক পরতে হবে এবং ঘরে এলে সাবান দিয়ে হাত–মুখ ধুতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা