রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ পাচঁ

রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ পাচঁ
রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এই বিস্ফোরণ হয়। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কামরাঙ্গীরচর থেকে অটোরিকশার চার্জার থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

দগ্ধরা হলেন—আব্দুল মতিন (৪০), ইয়াছমিন আক্তার (৩৫), আয়েশা (৫), মায়শা (৯) ও আবুল খায়ের রায়হান (২৫)। শেখ হাসিনা বার্নের হাসপাতালের চিকিৎসক জানান, দগ্ধ মতিনের শরীরের ৯২ শতাংশ, ময়নার ৯৫ শতাংশ, আয়েশার ৪৬ শতাংশ, মায়েশার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ রায়হান গণমাধ্যমে জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের বাসা কামরাঙ্গিরচর এলাকাতেই। গত রাতে তিনি ওই বাসাতে তিনি মায়ের কাছে ছিলেন। ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং চারদিকে আগুন দেখতে পায়। পরে তারা দৌড়ে বাসায় বাইরে চলে যায়।

রায়হান আরও জানান, তার মামা আব্দুল মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করতেন। রাতে সেই চার্জার থেকেই বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো