শুক্রবার (৯ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ৭ জুলাই এক দিনে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। ৮ জুলাই ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু ও ১ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল। অর্থাৎ গতকালের চেয়ে শনাক্ত কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭১ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭। বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৮৭। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪৩ জন। মোট সুস্থ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। গত বছরের ১৯ মার্চ বিভাগে প্রথম করোনা শনাক্ত হয়। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া সর্বশেষ ৭১ জনের মধ্যে খুলনার ২৩ জন, কুষ্টিয়ার ১৪ জন, ঝিনাইদহের ১০ জন, যশোরের ৯ জন, চুয়াডাঙ্গার ৬ জন, মেহেরপুরের ৫ জন, বাগেরহাটের ২ জন এবং নড়াইল ও মাগুরার ১ জন করে রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় খুলনায় ২৯৬ জন, বাগেরহাটে ১৩৫ জন, সাতক্ষীরায় ১৩৬ জন, নড়াইলে ৬১ জন, মাগুরায় ৫৭ জন, ঝিনাইদহে ১৬২ জন, কুষ্টিয়ায় ২২০, চুয়াডাঙ্গায় ১৩৩ জন এবং মেহেরপুরে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।