মুনাফার ৬৪ শতাংশ শেয়ারহোল্ডারদের দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক

মুনাফার ৬৪ শতাংশ শেয়ারহোল্ডারদের দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির প্রকাশিত ২০১৯ সালের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, স্ট্যান্ডার্ড ব্যাংক ২০১৯ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.৫৭ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

অর্থাৎ শেয়ারপ্রতি ১.৫৭ টাকার মুনাফা বিবেচনায় এই লভ্যাংশের পরিমাণ ৬৪ শতাংশ।

কোম্পানিটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ১.৫৭ টাকা হিসেবে মোট ১৫০ কোটি ৪১ লাখ ৯৫ হাজার ৭৫০ টাকার নিট মুনাফা হয়েছে।

এরমধ্যে থেকে ৫ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ০.৫০ টাকা করে মোট ৪৭ কোটি ৯০ টাকা ৪৩ হাজার ২৩২ টাকা বা ৩১.৮৫ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে যাতে একই পরিমাণ অর্থ পরিশোধিত মূলধন বাড়বে।

বাকি ৫৪ কোটি ৬১ লাখ ৯ হাজার ২৮৬ টাকা বা ৩৬.৩১ শতাংশ রিজার্ভে যোগ হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত