সূত্র মতে, কোম্পানিটি আগামী ১ সেপ্টেম্বর থেকে পুরোদমে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।
বাণিজ্যিক উৎপাদন শুরুর পর প্রতি দিন কোম্পানিটির রাইস ব্রানের ইনপুটের ক্ষমতা হবে ৩৩০ মেট্রিকটন। আর প্রতিদিন রাইস ব্রান অয়েলের আউটপুট ক্ষমতা হবে ৪৮ মেট্রিকটন এবং ডিওআরবির ক্ষমতা হবে ২৮২ মেট্রিকটন।