টিকার অগ্রগতি নিয়ে সংসদীয় কমিটির বক্তব্য সঠিক নয়

টিকার অগ্রগতি নিয়ে সংসদীয় কমিটির বক্তব্য সঠিক নয়
করোনাভাইরাসের টিকা সংগ্রহের গতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ‘অসন্তুষ্টি’ প্রকাশ করার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তারা (সংসদীয় স্থায়ী কমিটি) বলছেন, টিকা স্লো আসছে, আসলে এটা ঠিক নয়। সোমবার (১২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, বিভিন্ন দেশে এখনও টিকা আসেনি। আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল, সেটা হয়েছিল ভারতের পরিস্থিতির কারণে। আমরা এটা খুব ভালোভাবেই মোকাবিলা করেছি, এখন তো স্মুথ।

রোববার (১১ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে টিকা আমদানি নিয়ে আলোচনা হয়। সেখানে টিকা সংগ্রহের গতিতে ‘অসন্তুষ্টি’ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদীয় স্থায়ী কমিটি বলেছে, টিকা আসার যে গতি, তাতে বাংলাদেশের বেশিরভাগ মানুষকে টিকা দিতে ২০২৪ সাল লেগে যেতে পারে। বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, টিকা আনার অগ্রগতি নিয়ে আমরা আগেই অসন্তোষ প্রকাশ করেছি। এখনকার গতি নিয়ে সন্তুষ্টির কিছু নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার লজিস্টিও দেখতে হবে। আপনি এক দিনে এক কোটি লোককে টিকা দিতে পারবেন না। এটা সম্ভব না। আমরা প্রায় দুই থেকে আড়াই লাখ দেই, এটা খারাপ না।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা