অবশেষে এলেন জুন মালিয়া

অবশেষে এলেন জুন মালিয়া
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই এখন অ্যাকটিভ বেশিরভাগ তারকা। নিয়মিত ছবি ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তারা।

কিন্তু টলিউড অভিনেত্রী জুন মালিয়া এসবে একেবারেই অ্যাকটিভ ছিলেন না। না ছিল তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট, না ছিল টুইটার অ্যাকাউন্ট। কিন্তু এবার তাকেও দেখা যাবে সোশাল মিডিয়ায়।

ইতোমধ্যে তিনি টুইটার ও ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন। সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার একমাত্র কারণ নিজের ফেক অ্যাকাউন্টগুলো বন্ধ করা। জুন মালিয়ার নামে প্রচুর ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে। সেগুলো থেকে জুন মালিয়ার নামে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে। সেগুলো বন্ধ করতেই সোশাল মিডিয়ায় এসেছেন জুন।

জুন বলেছেন, আমার কাছে আর কোনো উপায় ছিল না। প্রচুর ফেক অ্যাকাউন্ট তৈরি হচ্ছিল। টুইটার আর ফেসবুকে সেই সব অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সে কারণেই বন্ধুরা আমাকে ফেসবুক এবং টুইটারে অ্যাকাউন্ট খোলার কথা বলে। সেকারণে আমি অ্যাকাউন্ট খুলেছি এবং এগুলো ভেরিফিকেশন করবো।

জুন আরও বলেন, আমি চাই না আমার ব্যক্তিগত জীবনে কী করছি তা অন্য কেউ জানুক। আমি চাই আমার কাজের বিষয়ে টেলিভিশন থেকে দর্শকরা জানুক। কেন সব কিছু সোশাল মিডিয়ায় পোস্ট করতে হবে? আমার মনে হয়, সোশাল মিডিয়া একটি অন্যতম খারাপ নেশা। জীবনে সোশাল মিডিয়া ছাড়া আরও অনেক কিছু করার আছে। আমি মানসিক শান্তির জন্য সোশাল মিডিয়া থেকে দূরে থাকতে পছন্দ করি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে