ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা

ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা
ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় দলের ২৩ ক্রিকেটারের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আক্রান্ত ক্রিকেটারের নাম প্রকাশ করেনি।

সম্প্রতি করোনার প্রাদুর্ভাবের কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সফররত দলকে একটি মেইল করেছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এর কিছুদিনের মধ্যেই ভারতীয় দলে ধরা পড়ল করোনার সংক্রমণ।

বৃহস্পতিবার (১৫জুলাই) জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের লক্ষ্যে ডারহাম যাওয়ার কথা রয়েছে পুরো ভারতীয় দলের। কিন্তু এখন করোনায় আক্রান্ত ক্রিকেটারকে ছাড়াই যেতে হবে তাদের। কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে যোগ দেবেন সেই ক্রিকেটার।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বিসিসিআইয়ের এক শীর্ষস্থানীয় কর্তা বলেছেন, ‘হ্যাঁ ভারতীয় দলের একজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে তার মধ্যে কোনো উপসর্গ নেই। আপাতত নির্ধারিত জায়গায় কোয়ারেন্টাইন করছে। বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহাম যাবে না সে।’

বিসিসিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত না জানানো হলেও, ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সেই খেলোয়াড়ের গলা ব্যথা শুরু হওয়ায় করোনা পরীক্ষা করানো হয়েছিল। যেখানে ফল এসেছে পজিটিভ। আর এখন নিজের আত্মীয়ের বাসায় আইসোলেশনের রয়েছেন তিনি।

আপাতত একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়লেও, জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের আশঙ্কা, আরও কয়েকজনের করোনা পজিটিভ পাওয়া যেতে পারে। টুইটারে তিনি লিখেছেন, ‘ভারতের একজন খেলোয়াড় করোনা পজিটিভ। পরীক্ষা করার সময় প্রটোকল শক্তভাবে না মানা হলে, আরও এমন পাওয়া যেতে পারে।’

আগামী ৪ আগস্ট থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে ২০ জুলাই একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাট কোহলির দল। নিশ্চিতভাবেই সেই ম্যাচটি খেলা হবে না করোনাক্রান্ত ক্রিকেটারের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে