তবে এবার টিকটক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। আবারও চালু হচ্ছে একই অ্যাপ। জানা গেছে, এবার নাম পরিবর্তন করে আসছে অ্যাপটি।
চীনা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স কন্ট্রোলার জেনারেল অফ পেটেন্টস দফতরে এ অ্যাপ্লিকেশনটির নতুন নামের জন্য ফাইল জমা দিয়েছে। তবে এটি কোন নামে ভারতে আসবে তা প্রকাশ করা হয়নি।
জানা গেছে, ডিজাইন, ট্রেডমার্ক সবকিছুই আগেভাগে নিজেদের মতো রেখেই ভারতে আসার পরিকল্পনা করছে সংস্থাটি।
তবে কবে নাগাদ চালু হবে অ্যাপটি তা জানা যায়নি।