রোববার বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির অফিস

রোববার বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির অফিস
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত বাড়া‌নো হয়েছে। বিধিনিষেধ চলাকা‌লে রোববার (৮ আগস্ট) ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির অফিস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৮ আগস্ট (রোববার ) আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আগামী ৯ ও ১০ আগস্ট (সোমবার ও মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

এদিকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক নাজিয়া শিরিন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক আগামী ৮ আগস্ট (রোববার) ব্যাংকের লেনদেন বন্ধ ঘোষণা করেছে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও আগামী ৮ আগস্ট রোববার বিমা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী ৯ ও ১০ আগস্ট বিমা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ