বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৮ আগস্ট (রোববার ) আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আগামী ৯ ও ১০ আগস্ট (সোমবার ও মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
এদিকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক নাজিয়া শিরিন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক আগামী ৮ আগস্ট (রোববার) ব্যাংকের লেনদেন বন্ধ ঘোষণা করেছে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও আগামী ৮ আগস্ট রোববার বিমা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী ৯ ও ১০ আগস্ট বিমা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে।