ভারতের ১০০ বছরের অপেক্ষা ঘোচালেন নীরজ চোপড়া

ভারতের ১০০ বছরের অপেক্ষা ঘোচালেন নীরজ চোপড়া
অবশেষে স্বপ্নের সোনার পদক পেল ভারত। টোকিও অলিম্পিক গেমসে বেজে উঠল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই জাতীয় সঙ্গীত-ভারত-ভাগ্য-বিধাতা। ১০০ বছর আগে অ্যাথলেটিক্সে সোনার পদক জিতেছিল ভারত। সেই অপেক্ষা শনিবার ঘোচালেন নীরজ চোপড়া। এক সেনা অফিসার উড়ালেন ভারতের পতাকা!

টোকিও অলিম্পিকে জ্যাভেলিন থ্রোয়ে সোনার পদক জিতলেন নীরজ। এই প্রথমবার তিনি অলিম্পিকে অংশ নিয়েই বাজিমাত করলেন। শুটার অভিনব বিন্দ্রার পর ভারতের দ্বিতীয় ব্যক্তিগত অলিম্পিক সোনার মালিক হয়েছেন এ জ্যাভেলিন থ্রোয়ার।

১৯২০ বেলজিয়াম অলিম্পিকে শেষবার অ্যাথলেটিকে পদক জিতেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। এরপর দীর্ঘ ১০০ বছরের অপেক্ষা। এবার নীরজের হাত ধরে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনার পদক পেল ভারত।

https://twitter.com/WeAreTeamIndia/status/1423979719469387781?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1423979719469387781%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fsports%2Fothers%2F52169

২৩ বছর বয়সী নীরজ অলিম্পিক ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতলেন। শনিবার ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে পদক পেলেন তিনি।

সব মিলিয়ে অলিম্পিকে মাত্র ১০টি সোনা ভারতের। এর মধ্যে আটটি ছিল হকিতে। ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে জেতেন অভিনব বিন্দ্রা। দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন নীরজ।

শনিবার জ্যাভলিনে নীরজ প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার ছুড়েন। দ্বিতীয় প্রচেষ্টায় দূরত্ব বাড়িয়ে নেন আরও। এবার ৮৭.৫৮ মিটার। এই সাফল্যে ধরা দিল সোনার পদক!

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের