জুলাই মাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

জুলাই মাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
চলমান করোনা সংক্রমণের মধ্যে দেশে চলতি বছরের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত জুলাই মাসে। এ মাসে সর্বোচ্চ ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জনের করোনা শনাক্ত হয়।

রোববার (৮ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে জুম কনফারেন্সে বক্তব্যকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জন রোগীর করোনা শনাক্ত হয়। আর আগস্টের শুরু থেকে ৭ আগস্ট পর্যন্ত ৯৩ হাজার ৯১২ জন রোগী শনাক্ত হয়েছে।

গত এক মাসে করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, চলতি বছরে জেলা ওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে- ঢাকা জেলায় সর্বোচ্চ ৪ লাখ ৫৮ হাজার ৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। ৮৫ হাজার ৮৮৬ জন রোগী শনাক্তের মাধ্যমে চট্টগ্রাম জেলা রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। আর রাজশাহী জেলায় সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২০৯ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা