সূত্র মতে, গত ২৩ জুন উসমানিয়া গ্লাসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার পর দীর্ঘ দেড় মাস বন্ধ ছিল কোম্পানিটির উৎপাদন ব্যবস্থা। এর পর গত ৬ আগস্ট কোম্পানিটি আবার উৎপাদন শুরু করে।
সরকার নিয়ন্ত্রিত উসমানিয়া গ্লাসের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭ কোটি ৪১ লাখ টাকা। যার ৩২ কোটি ১ লাখ টাকার ঋণাত্মক রিজার্ভ রয়েছে। তারপরেও ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটির শেয়ার বৃহস্পতিবার (০৫ আগস্ট) লেনদেন শেষে দাড়িঁয়েছে ৬২.৭০ টাকায়।