গান গাইতে গাইতে রান্না করবেন ড. মাহফুজুর রহমান!

গান গাইতে গাইতে রান্না করবেন ড. মাহফুজুর রহমান!
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান গানের জন্যও বেশ আলোচিত। বিশেষ করে প্রতি ঈদেই নতুন গানের সমন্বয়ে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হয়ে থাকেন তিনি। সর্বশেষ গত ঈদুল আজহাতেও একক অনুষ্ঠান করে সামাজিক মাধ্যমে ভাইরাল হন তিনি।

এবার এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করতে দেখা যাবে মাহফুজুর রহমানকে। বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। এর একটি বিশেষ পর্বে অতিথি হয়ে নিজ হাতে রান্না করবেন ড. মাহফুজুর রহমান।

জানা গেছে, অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে মাহফুজুর রহমান খালি কণ্ঠের গান। এতে মূলত গানের অংশ বিশেষ গেয়ে শোনাবেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়েছে বলে জানা গেছে। শিগগিরই এটিএন বাংলার দর্শক অনুষ্ঠানটি দেখতে পাবেন। উপভোগ করতে পারবেন মাহফুজুর রহমানের খালি কণ্ঠের গান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার