এমএএইচবি জানায়, উভয় বিমানবন্দরই শিল্প সমীক্ষায় ৫.০ স্কোর অর্জন করেছে, যা সুবিধা ও পরিষেবার মান অনুসারে সেরা।
এমএএইচবির প্রধান নির্বাহী মোহাম্মদ শুকরি মোহাম্মদ সাল্লেহ এক বিবৃতিতে বলেন, উন্নত সেবার কারণে বিমানবন্দরে ৩৫ শতাংশ যাত্রী বৃদ্ধি হয়েছে।
মোহাম্মদ শুকরি বলেন, সেপ্টেম্বরে মালয়েশিয়া জুড়ে অভ্যন্তরীণ পর্যটন কার্যক্রম পুনরায় শুরুর সম্ভাবনা রয়েছে। বিমান চলাচল শুরু হলে তা এ খাতের করোনাকালে টিকে থাকার সহায়ক হবে।