চট্টগ্রামে খেলবে এইচপি আর ‘এ’ দল

চট্টগ্রামে খেলবে এইচপি আর ‘এ’ দল
করোনার কারণে অনেক কার্যক্রমই মাঠে নেই। তবু হাই পারফরম্যান্স (এইচপি) টিম আর ‘এ’ দলকে খেলার মধ্যে রাখার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে দুটি দলকে পাঠানো হচ্ছে। তারা নিজেদের মধ্যে তিনটি ওয়ানডে আর দুটি চারদিনের ম্যাচ খেলবে।

এই তথ্য দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নু জানান, ‘চিটাগাংয়ে আমাদের দুটো টিম যাচ্ছে। একটা এ টিম, আরেকটা এইচপি। এ টিমে ন্যাশনাল টেস্ট প্লেয়াররাই যাবে। যারা রেড বলের ক্রিকেট খেলে। ওখানে আমরা একটা সিরিজ আয়োজন করেছি এইচপি আর এ টিমের। ওখানে তিনটা ওয়ানডে হবে এবং দুটি চারদিনের ম্যাচ থাকবে।’

এইচপি দলে ২৪ জন এবং ১৮ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল গঠন করা হয়েছে। আজকালকের মধ্যে ঘোষণা হবে দল। নান্নু যোগ করেন, ‘ওভারওল আমাদের এইচপির যে স্কোয়াডটা আছে, তাদের সাথে এ টিমের স্কোয়াড। আশা করি ওয়েদার কন্ডিশন ভালো থাকলে প্র্যাকটিস সেশনটা ভালো হবে। ২,৪,৬ (সেপ্টেম্বর) হবে ওয়ানডে এবং চারদিনের ম্যাচ শুরু হবে ৯ তারিখ থেকে।’

‘এ’ দলের হোম কিংবা অ্যাওয়ে সিরিজ নিয়ে নান্নু বলেন, ‘এখনও হাতে নেই। ওটা চেষ্টা করা হচ্ছে। আশা করছি আগামী দুই-তিন মাসের মধ্যে হবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে