এই তথ্য দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নু জানান, ‘চিটাগাংয়ে আমাদের দুটো টিম যাচ্ছে। একটা এ টিম, আরেকটা এইচপি। এ টিমে ন্যাশনাল টেস্ট প্লেয়াররাই যাবে। যারা রেড বলের ক্রিকেট খেলে। ওখানে আমরা একটা সিরিজ আয়োজন করেছি এইচপি আর এ টিমের। ওখানে তিনটা ওয়ানডে হবে এবং দুটি চারদিনের ম্যাচ থাকবে।’
এইচপি দলে ২৪ জন এবং ১৮ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল গঠন করা হয়েছে। আজকালকের মধ্যে ঘোষণা হবে দল। নান্নু যোগ করেন, ‘ওভারওল আমাদের এইচপির যে স্কোয়াডটা আছে, তাদের সাথে এ টিমের স্কোয়াড। আশা করি ওয়েদার কন্ডিশন ভালো থাকলে প্র্যাকটিস সেশনটা ভালো হবে। ২,৪,৬ (সেপ্টেম্বর) হবে ওয়ানডে এবং চারদিনের ম্যাচ শুরু হবে ৯ তারিখ থেকে।’
‘এ’ দলের হোম কিংবা অ্যাওয়ে সিরিজ নিয়ে নান্নু বলেন, ‘এখনও হাতে নেই। ওটা চেষ্টা করা হচ্ছে। আশা করছি আগামী দুই-তিন মাসের মধ্যে হবে।’