বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন আজ রোববার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়ায় ধাপে ধাপে সব ফ্লাইট বন্ধ ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সর্বশেষ ৩০ মার্চ থেকে লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, করোনার বিস্তার ঠেকাতে গত ২৬ এপ্রিল থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে। মঙ্গলবার এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
এই ছুটিতে জনগণকে ঘরে থাকার পরামর্শ দিয়ে বলা হয়, একান্ত প্রয়োজন না হলে বের হওয়ার দরকার নেই। এছাড়া জনসমাগম এড়িয়ে থাকতে বলা হয়েছে।