এর আগে তালেবানদের হাতে কাবুল দখল হয়ে যাওয়ার পর নিজ দেশের নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দফায় দফায় সেনা ও বিমান পাঠিয়েছিল দেশটি।
জানা গেছে, আফগানিস্তানে দীর্ঘদিন যাবত পশু সেবামূলক দাতব্য সংগঠন পরিচালনা করে আসছিলেন ব্রিটিশ নৌবাহিনীর সাবেক সদস্য পল ফার্থলিং।
সেখানে শতাধিক কুকুর, বিড়াল ও গাধাসহ স্টাফদের নিয়ে কাজ করতেন তিনি।
সম্প্রতি তালেবানদের হাতে ক্ষমতা চলে যাওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন পল। তাই নিজের প্রাণী ও স্টাফদের উদ্ধারে ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানান তিনি।
এ প্রসঙ্গে গত ১৮ আগস্ট আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। এ ছাড়া শনিবার বিবিসি রেডিও ৪-এর একটি অনুষ্ঠানেও নিজের পশুসেবা সংগঠন নিয়ে কথা বলেন পল।