সূত্র মতে, রোববার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৮.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাউথবাংলা ব্যাংকের ৯.৮৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.৪২ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৯.৩৫ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.২২ শতাংশ, সুহৃদের ৭.৭৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, ফরচুন সুজের ৭.২৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৬.৫০ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ৬.৪৪ শতাংশ বেড়েছে।