সোমবার (৩০ আগস্ট) ভোরে পলাশ হালদার নামে এক জেলের জালে ১৬ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে আনা হলে ব্যবসায়ী শাজাহান শেখ ২২০০ টাকা কেজি দরে কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি আকারে বড় হয় তাহলে তো কথাই নেই। সবসময় পদ্মার মাছের চাহিদা থাকে। বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা আগে থেকেই বলে রাখেন। এজন্য বড় মাছ ধরা পড়লেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি আরও জানান, তার কাছ থেকে ২৩০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় ফরিদপুরের মধুখালীর এক ব্যবসায়ী মাছটি কিনে নেন। এতে তার কেজিতে লাভ হয়েছে ১০০ টাকা।