সূত্র মতে, কোম্পানিটি ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর করবে। বাংলাদেশ ব্যাংকের টায়ার-২ এর ব্যাসেল-III শর্ত পূরণের জন্য এই বন্ড ইস্যুর করবে।
বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের ছয় মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯১ পয়সা, যেখানে আগের বছরের একই সময় ছিল ৫১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২১ পয়সা।