সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৭.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা বা ২৭.৭৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ২৬.৬৩ শতাংশ, ফরচুন সুজের ১৮.৮৫ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৬.৬২ শতাংশ, দেশ গার্মেন্টসের ১৬.৪৯ শতাংশ, বেক্সিমকোর ১৫.৬৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৫.৪৭ শতাংশ, আইপিডিসির ১৪.১৪ শতাংশ, শমরিতা হসপিটালের ১৩.০৬ শতাংশ এবং ফার্মা এইডসের শেয়ার দর ১১.৩৪ শতাংশ বেড়েছে।