বিজ্ঞপ্তি বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারের নির্দেশে ‘লকডাউন’ চলছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসবাসীদের বাসার বাইরে বের হতে মানা করা হয়েছে।
সকাল ও বিকালের হাঁটাহাঁটি করার জন্যও কেউ যেন বের না হন সে ব্যাপারে অনুরোধ করা হয়েছে এতে।
এছাড়া বাইরের কেউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে।
আসছে পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে কোনো অনুষ্ঠান না করারও সিদ্ধান্ত নিয়েছে এ বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার এ বিশ্ববিদ্যিালয়ের জনসংযোগ কর্মকর্তার ইমেইল থেকে জরুরি ভিত্তিতে এ বিজ্ঞপ্তি পাঠানো হলেও তাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরের সাথে গত মঙ্গলবারের তারিখ লেখা রয়েছে।
মার্চ মাসে শিক্ষামন্ত্রণালয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর এ বিশ্ববিদ্যালয়ও শিক্ষা কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হলে ত্যাগের নির্দেশ দিয়েছিল।