ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।
এদিন তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইনান্সিয়াল লিমিটেডের শেয়ার দর আগের তুলনায় ৯০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স,ম্যাকসন স্পিনিং মিলস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স,দ্য পেলিসুলা চিটাগাং ও মাইডাস ফাইন্যান্স।