টিকা পেতে ৪ কোটি ৩১ লক্ষাধিক নিবন্ধন

টিকা পেতে ৪ কোটি ৩১ লক্ষাধিক নিবন্ধন
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে ৪ কোটি ৩১ লাখেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সারাদেশে এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ৮৮৯ জন। এরমধ্যে এনআইডি কার্ডের মাধ্যমে নিবন্ধন হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৭৩৫ জন এবং পাসপোর্ট দিয়ে ৫৯ হাজার ১৫৪ জন।

অধিদফতরের তথ্যমতে, দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ৩ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ৬১৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে ১ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৪৬৩ ডোজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৩১ লাখ ৬৭ হাজার ৯২৪ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬৯৩ জন। গতকাল (২১ সেপ্টেম্বর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৭৪ ডোজ টিকা। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ হাজার ৯৫৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৮৯ জনকে। পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৬০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ২৭ হাজার ২৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২৮ হাজার ৩৫০ জন।

মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ হাজার ১৫৫ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ২৮২ জনকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু