আজ (বুধবার) প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম কাজী আবদুর রহমানের সভাপতিত্বে জিএম মো. মজিবর রহমান, গোলাম মর্তূজা, সালমা বানু, শচীন্দ্র নাথ সমাদ্দার, ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান, শিকদার ফারুক এ আজম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী এবং ডিজিএম এমএমজি তোফায়েলসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।