ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
এদিন তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেল এন্ড রিসোর্টের শেয়ার দর আগের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারদর বেড়েছে ৯ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ৯৫ শতাংশ।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- প্রাইম ফাইন্যান্স, ড্রাগন স্যুয়েটার, আমান ফিড, দ্য একমি ল্যাবরেটরিজ, বিডি থাই অ্যালমুনিয়াম, এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ ও প্যারামাউন্ট টেক্সটাইল।