বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।
সভায় কোম্পানীর ভাইস চেয়ারম্যান এস এফ রওশন আক্তার, পরিচালক মতিউর রহমান, মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান, এয়ার কমোডর (অবঃ) মোঃ আবু বকর এফসিএ, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, মোঃ হারুন পাটোয়ারী, স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ ও জাকির আহমেদ খান, উদ্যোক্তা শেয়ার হোল্ডার সফিকুর রহমান টিটু, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, ডিএমডি খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এতে ভার্চুয়ালি সংযুক্ত হন।