এসএমইতে লেনদেন শুরু করা চার কোম্পানির প্রান্তিক প্রকাশ

এসএমইতে লেনদেন শুরু করা চার কোম্পানির প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে এসএমই মার্কেটে আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) লেনদেন শুরু করেছে ৪ কোম্পানি। প্রতিষ্ঠানগুলো তাদের তৃতীয় প্রান্তিকের (জুলাই,২০-মার্চ,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বছরের ৯ মাসে (জুলাই,২০-মার্চ’২১) হিমাদ্রি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ০৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩৩ টাকা ১১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৯ পয়সা।

৯ মাসে (জুলাই,২০-মার্চ’২১) ওয়ান্ডারল্যান্ড টয়েসের শেয়ার প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ০৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ৩২ পয়সা।

গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত বেঙ্গল বিস্কুটের শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৯২ পয়সা।

৯ মাসে (জুলাই,২০-মার্চ’২১) অ্যাপেক্স ওয়েভিংয়ের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে মাইনাস ২৫ টাকা ৪২ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন