আবারও পিসিবিতে যুক্ত হচ্ছেন ইউনিস খান

আবারও পিসিবিতে যুক্ত হচ্ছেন ইউনিস খান
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কোচ ইউনিস খান আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যুক্ত হতে যাচ্ছেন। একাধিক সূত্রে এই খবর জানায় স্থানীয় গণমাধ্যম।

রমিজ রাজা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পিসিবিতে বেশ কয়েকটি নিয়োগ হয়েছে নতুন করে। কয়েকটি সূত্র এবার জানাল, নতুন সেট আপে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন প্রথম পাকিস্তানি হিসেবে ১০ হাজার টেস্ট রান করা ইউনিস।

স্থানীয় গণমাধ্যম কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, রমিজ নির্বাচিত হওয়ার পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে বেশ কিছু নতুন পদ তৈরির পরিকল্পনা করছেন। এর মধ্যে ডিরেক্টর ক্রিকেটও রয়েছে। ওই পদগুলোর কোনো একটি ইউনিসকে দেওয়া হতে পারে।

এর আগে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করলে রমিজকে ‘কম কথা বলতে’ উপদেশ দেন ইউনিস। তিনি বলেছিলেন, ‘পাকিস্তান ক্রিকেট এখন কোনো অবস্থানে দাঁড়িয়ে নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নতুন করে ঢেলে সাজাতে হবে এবং দক্ষ লোকদের আনতে হবে, যারা ক্রিকেট সম্পর্কে জানে এবং সিদ্ধান্ত নিতে পারে।’

দিন কয়েক আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ ও বোর্ড প্রধান রমিজের মধ্যে। পাকিস্তানি ক্রিকেটের উন্নয়নে তৃণমূল পর্যায়ে পিসিবি চেয়ারম্যানকে মনোযোগ দিতে পরামর্শ দেন আকিব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো