সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৫.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮.৩০ টাকা বা ৩০.৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অ্যাডভেন্ট ফার্মা ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিপিএইচ ইস্পাতের ২১.৫৩ শতাংশ, সোনালী পেপারের ১৮.৭০ শতাংশ, ফরচুন সুজের ১৮.০৮ শতাংশ, শেফার্ডের ১৭.৪১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ১৩.২৫ শতাংশ, ইফাদ অটোসের ১৩.১৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১২.৪৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২.৩৮ শতাংশ এবং পাওয়ার গ্রীডের শেয়ার দর ১০.৬২ শতাংশ বেড়েছে।