শনিবার (৯ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুবেলের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা।
বাংলাদেশের জার্সিতে ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল। তার ঝুলিতে রয়েছে ২৮টি উইকেট। চূড়ান্ত স্কোয়াডের বাড়তি সদস্য হিসেবে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের বাকি ক্রিকেটারদের সঙ্গে অবস্থান করবেন তিনি।
মূল পর্ব বা সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রথম রাউন্ড টপকাতে হবে বাংলাদেশকে।
বাছাইপর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ছয় আসরের মূল পর্বে মাত্র একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা।