টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ডিআরএস

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ডিআরএস
প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) অন্তর্ভুক্তি হচ্ছে আসন্ন বিশ্বকাপ দিয়ে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন এই প্লেয়িং কন্ডিশন চালু করা হচ্ছে।

প্রত্যেক দল প্রতি ইনিংসে সর্বোচ্চ দুটি করে রিভিউ পাবে। গভর্নিং বডি গত বছর জুনে এক ঘোষণায় জানায়ি, কোভিড মহামারির কারণে অনভিজ্ঞ আম্পায়ারের কথা মাথায় রেখে সব ফরম্যাটের ম্যাচের প্রত্যেক ইনিংসে একটি করে বাড়তি ডিআরএস রাখা হয়। তাতে করে সাদা বলের ফরম্যাটের প্রত্যেক ইনিংসে রিভিউর সংখ্যা বেড়ে দুটি হয় আর টেস্টে তিনটি।

এছাড়া বৃষ্টি বিঘ্নিত বা বিলম্বিত ম্যাচে নূন্যতম ওভারের সংখ্যাও বাড়ানোর ঘোষণা দিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় ডিএলএস মেথডে ফল পেতে অন্তত পাঁচ ওভার ব্যাট করতে হবে প্রত্যেক দলকে। যে কোনো টি-টোয়েন্টিতেই এমন নিয়ম। কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে ফল কার্যকরে প্রত্যেক দলকে ব্যাট করতে হবে অন্তত ১০ ওভার করে।

২০১৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ডিআরএস ছিল না, কারণ ওই সময় টি-টোয়েন্টিতে রিভিউ সিস্টেমের আবির্ভাব হয়নি। প্রথমবার আইসিসির টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডিআরএসের ব্যবহার হয় ২০১৮ সালে মেয়েদের বিশ্বকাপে। একটি করে রিভিউ পেত দলগুলো। ২০২০ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সমানসংখ্যক ডিআরএস ছিল।

আগের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, পুরুষ ও নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস ব্যবহার করা হতো দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করা দলের সম্মতিক্রমে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো