রোববার (১০ অক্টোবর) কোম্পানিটির প্রধান শাখায় এর উদ্বোধন করা হয়।
কোম্পানি সূত্রে জানা যায়, স্যাপ (SAP) এর মাধ্যমে এখন থেকে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের সকল কর্মকাণ্ড সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পাদিত হবে।
স্যাপ গো লাইভ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ইউসুফ বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালতে ডিজাটাল পদ্ধতির পরিচালন ব্যবস্থায় আজ আমরা আরো একধাপ এগিয়ে গেলাম। আমরা আশা করছি দেশীয় লুব্রিকেন্ট ব্র্যান্ড হিসেবে ‘বিএনও’ দেশের অর্থনীতিতে আরও বেশি করে অবদান রাখতে পারবে।’’
এসময় আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন ইউসুফ, পরিচালক-মার্কেটিং, ডা. ইশরাত জাহান, পরিচালক, রিয়েল এস্টেট এন্ড এসেট ম্যানেজমেন্ট, সুহাইল আহমেদ, হেড অব কর্পোরেট ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট, ড. খন্দকার জাকির হোসাইন, জিএম (টেকনিক্যাল) এবং মো. মশিউর রহমান (এসিএস), প্রধান মানব সম্পদ কর্মকর্তা ও কোম্পানি সচিব ।