ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।
চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি কনসুলেটেড ৩০ কোটি ৯ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১৫ কোটি ১০ লাখ টাকা।
বছরের ৯ মাসে কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে ৬৯ কোটি ৯২ লাখ টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২২৩ কোটি ৬২ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানিটি ৩২ কোটি ৩৪ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১২৭ কোটি ৬৮ লাখ টাকার।